তারাবি নামাজের দোয়া সুবহানা জিল মুলকি | সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি বাংলা অর্থ

আপনারা যারা রমজান মাস উপলক্ষে তারাবির নামাজ আদায় করবেন তাদের জন্য আমাদের ওয়েবসাইটে তারাবির নামাজের দোয়া সুবহানা জিল মুলকি এর পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। মাহে রমজান মাস উপলক্ষে আপনারা রোজা রাখার জন্য তারাবির নামাজ আদায় করবেন এবং এই তারাবির নামাজ আদায় করার জন্য আপনাদের এই দোয়া জানা আবশ্যক। যেহেতু অনেক মুসলিম ভাই এই দোয়া জানেন না সেহেতু আমাদের ওয়েবসাইটে এই দোয়া জানানোর ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা যারা আরবি পড়তে জানেন না তারা বাংলায় এই দোয়া এখান থেকে দেখে নিতে পারবেন।

2022 সালে পবিত্র মাহে রমজান মাসের 3 তারিখ থেকে সারা বাংলাদেশের শুরু হতে যাচ্ছে। যদিও সারা দেশের বেশ কিছু জেলায় মাহে রমজান মাসের মধ্যে শুরু হয়ে গিয়েছে তার পরও সম্মিলিতভাবে ইসলামিক ফাউন্ডেশন এর তথ্য অনুসারে এপ্রিল মাসের 3 তারিখ থেকে এই মাহে রমজান মাস শুরু করা হয়। মাহে রমজান মাস সুন্দরভাবে পালন করার জন্য আমাদের অবশ্যই তারাবির নামাজ আদায় করতে হবে এবং এই তারাবির নামাজ আদায় করতে হলে জামাতের সঙ্গে আদায় করতে হবে।Doa

তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণ

সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ই’যযাতি ওয়াল আ’জমাতি, ওয়াল হায়বাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানামু ওয়ালা ইয়ামুতু। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ।

রমজান মাসে প্রত্যেকদিন মাহে রমজান মাস পালন করার জন্য তারাবির নামাজ আদায় করার উদ্দেশ্যে এশার নামাজের পরেই নামাজ আদায় করা হয়। কোন কোন মসজিদে সুরা তারাবি এবং কোন মসজিদে খতম তারাবি পড়ানো হয়। তাই আপনার এলাকায় দিয়ে ধরনের তারাবির নামাজ পড়ানো ই হোক না কেন আপনারা সেই তারাবির নামাজে শরিক হন এবং মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদতে অংশগ্রহণ করুন।

দোয়া কুনুত ডাউনলোড PDF বাংলা উচ্চারণ সহ PDF

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি | দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ PDF

তারাবি নামাজের দোয়া সুবহানা জিল মুলকি | সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি বাংলা অর্থ

দোয়া কুনুত বাংলা ও আরবী উচ্চারণ অর্থসহ ছবি সহজে শেখার নিয়ম

আর তারাবির নামাজ পাঠ করার জন্য আপনাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হল সুবহানাজিল মুলকি এই দোয়াটি জেনে নেওয়া। তাই আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে এই পোস্ট করা হলো এবং এই পোষ্টের মাধ্যমে আপনারা এই দোয়া জানেন এবং সেই অনুযায়ী নামাজের সময় এই দোয়া পাঠ করুন।

সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি বাংলা অর্থ

আপনার কি তারাবির নামাজ আদায় করার জন্য সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এর বাংলা অর্থ জানতে চাইছেন? আমরা যেমন আপনাদের সুবিধার জন্য এই দোয়া আমাদের ওয়েবসাইটে বাংলায় প্রদান করেছি, সেই সাথে আপনাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে এই দোয়ার বাংলা অর্থ প্রদান করা হয়েছে। মাহে রমজান মাস একটু গুরুত্বপূর্ণ মাসে এবং এই মাহে রমজান মাসের তারাবির নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজ আদায় করার উদ্দেশে আপনারা যখন আমাদের ওয়েবসাইটে এই দোয়া তখন আপনাদের চাহিদা অনুসারে বাংলা অর্থ নিয়ে আসা হয়েছে।

তারাবির নামাজের নিয়ম নিয়ত, দোয়া ও মোনাজাত

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ আরবি উচ্চারণ

তারাবির নামাজের দোয়া ও কখন পড়তে হয় বিস্তারিত আলোচনা

তারাবির নামাজের সূরা বাংলা ও আরবি উচ্চারণ সহ অর্থ

তারাবির নামাজের নিয়ত বাংলা ও আরবি উচ্চারণ সহ অর্থ

Tarabi Namaz Niyam, Niot, Dua, Tarabi Namaz Munajat Bangla

তাই আমাদের ওয়েবসাইটের এই পোষ্টের মাধ্যমে আপনারা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এর বাংলা অর্থ জেনে নিন। মোট কথা হল মাহে রমজান মাস পালন করার উদ্দেশ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি শারীরিকভাবে এবং মানসিকভাবে রাখা লাগবে। দুনিয়ার জীবনে চলার পথে যে সকল ভুলভ্রান্তি করেছে সেগুলো মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার জন্য মাহে রমজান মাসে একটি উত্তম মাস। এই মাহে রমজান মাসের বদৌলতে আমাদের ভেতরে যে সকল খারাপ বদভ্যাস প্রচলিত আছে সেগুলো ত্যাগ করে আসুন আমরা ভালোর পথে এগিয়ে আসি এবং মহান আল্লাহপাকের দেখানো চলাচল করে জীবনকে সুন্দর করে তুলে।