দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি | দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ PDF

আমরা যখন এশার সালাত আদায় করি তখন আমাদের সর্বশেষে বিতরের তিন রাকাত সালাত আদায় করতে হয়। এই তিন রাকাত সালাত আদায় করার ক্ষেত্রে একেবারে শেষ রাকাতে আমাদেরকে দোয়া কুনুত পাঠ করতে হয়। অনেকেই আমরা এই দোয়া কুনুত জানিনা বলে চুপচাপ থাকে এবং রুকুতে চলে যাই।

দোয়া কুনুত কোন সূরার অংশ

তবে আপনি যেহেতু একজন শিক্ষিত মানুষ এবং নামায সহীহ ভাবে পড়তে চান সেহেতু আপনাকে সকল নিয়ম জানতে হবে এবং সকল গুরুত্বপূর্ণ সূরা অথবা দোয়া মুখস্থ করতে হবে। আপনারা যারা মাহে রমজান মাস উপলক্ষে সিয়াম সাধনা করবেন তারা নিশ্চয়ই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার ক্ষেত্রে আপনাদের এশার নামাজ আদায় করতে হবে এবং এই নামাজ আদায় করার জন্য আপনাদের বিতরের নামাজের জন্য দোয়া কুনুত জানতে হবে।দোয়া কুনুত বাংলা ও আরবী উচ্চারণ অর্থসহ ছবি সহজে শেখার নিয়ম

অনেক মানুষ দোয়া কুনুত জানেন না বলে সেই মুহূর্তে চুপচাপ থাকেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করলে পরবর্তীতে রুকুতে চলে যান। তাই বর্তমান সময়ে ইন্টারনেট কানেকশন সুবিধা থাকার জন্য আপনারা খুব সহজে দোয়া কুনুত মুখস্থ করে নিতে পারেন। বাংলা উচ্চারণ সহ দোয়া কুনুত যদি আপনারা পড়েন তাহলে আপনাদের কাছে এটা মুখস্থ হতে খুব বেশি সময় লাগবে না। প্রকৃতপক্ষে আপনি মনে প্রাণে যা চান তা যদি সঠিকভাবে করতে পারেন অথবা সেই অনুযায়ী কাজ করতে পারেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার মনোবাসনা পূর্ণ হয়েছে।

দোয়া কুনুতের বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্না নাস্‌তাঈ’নুকা, ওয়া নাস্‌তাগ্‌ফিরুকা, ওয়া নু’’মিনু বিকা, ওয়া নাতাওয়াক্কালু ‘আলাইকা, ওয়া নুছনী আলাইকাল খাইর। ওয়া নাশ কুরুকা, ওয়ালা নাকফুরুকা, ওয়া নাখলাউ’, ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না’বুদু ওয়া লাকানুসল্লী, ওয়া নাসজুদু, ওয়া ইলাইকা নাস’আ, – ওয়া নাহফিদু, ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা – আযাবাকা, ইন্না আযাবাকা বিল কুফ্‌ফারি মুলহিক্ব।

তাই বিতরের সালাত আদায় করার ক্ষেত্রে দোয়া কুনুত পড়া যেহেতু ওয়াজিব সেহেতু আপনাদেরকে এটি পড়তে হবে এবং তার জন্য আপনাদের মুখস্থ করে নিতে হবে। আপনারা হয়ত দোয়া কুনুত পড়েছেন অথবা পড়ার পরে মুখস্ত করতে পারেননি। তাই আমাদের ওয়েবসাইটে দোয়া কুনুত মুখস্থ করার সহজ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

দোয়া কুনুত ডাউনলোড PDF বাংলা উচ্চারণ সহ PDF

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি | দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ PDF

তারাবি নামাজের দোয়া সুবহানা জিল মুলকি | সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি বাংলা অর্থ

দোয়া কুনুত বাংলা ও আরবী উচ্চারণ অর্থসহ ছবি সহজে শেখার নিয়ম

দোয়া কুনুত বাংলা অর্থসহ

Screenshot 1 3

আপনারা যদি দোয়া কুনুত পাঠ করার পাশাপাশি শুনে থাকেন তাহলে সেটি আপনাদের মনে থাকবে। তবে জীবনের প্রতিটি কাজের ক্ষেত্রে আপনাদেরকে মনোযোগী হতে হবে এবং যে কাজ করবেন তা পুরোপুরি নিয়ম অনুযায়ী করবেন।Screenshot 1 2

আপনি যদি দোয়া কুনুত বারবার মুখস্থ করার চেষ্টা করেও ব্যর্থ হন অথবা মুখস্ত করতে একঘেয়েমি চলে আসে তাহলে আপনারা একটু বিরতি দিন এবং পরবর্তীতে আবার চেষ্টা করবেন। দোয়া কুনুত মুখস্ত করার ক্ষেত্রে মহান আল্লাহপাকের সাহায্য কামনা করুন এবং মহান আল্লাহপাকের সহায়তায় এই দুয়া বার বার পাঠ করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। পুরোপুরি দোয়া একেবারে না পড়ে আপনারা ভেঙে ভেঙে পড়বেন। যেহেতু বাংলাতে পড়বেন সেহেতু যেখানে কমা দেওয়া আছে সেই কমা দেওয়া পর্যন্ত আপনারা মুখস্ত করবেন এবং পরবর্তী ধাপে আরও একটু মুখস্ত করবেন।Screenshot 2 3

এভাবে যখনআপনাদের দ্বিতীয় ধাপ মুখস্থ হয়ে যাবে তখন তৃতীয় ধাপ পড়বেন এবং আগের দুই ধাপের সঙ্গে মিলিয়ে পড়বেন। প্রধান কথা হলো মনের জোর এবং ইচ্ছা শক্তির মাধ্যমে আপনি যদি কোন কিছু পড়ে মুখস্ত রাখার চেষ্টা করেন তাহলে আপনাদের এই চেষ্টা অবশ্যই সফল হবে।

তারাবির নামাজের নিয়ম নিয়ত, দোয়া ও মোনাজাত

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ আরবি উচ্চারণ

তারাবির নামাজের দোয়া ও কখন পড়তে হয় বিস্তারিত আলোচনা

তারাবির নামাজের সূরা বাংলা ও আরবি উচ্চারণ সহ অর্থ

তারাবির নামাজের নিয়ত বাংলা ও আরবি উচ্চারণ সহ অর্থ

Tarabi Namaz Niyam, Niot, Dua, Tarabi Namaz Munajat Bangla

দোয়া কুনুত বাংলা ছবি

দোয়া কুনুত ছবি

আর আল্লাহর বাণী যদি আপনারা পাঠ করতে চান তাহলে সব সময় তো মহান আল্লাহ পাক আপনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই দোয়া কুনুত পাঠ করার ক্ষেত্রে আপনারা বারবার পড়তে থাকুন এবং অল্প অল্প করে পড়ার মাধ্যমে অথবা ইউটিউব থেকে বিভিন্ন ভিডিও দেখে সহায়তা গ্রহণ করার মাধ্যমে আপনারা এই দোয়া মুখস্থ করে নিন।