SSC Bangla 1st Paper Suggestion 2023

SSC Bangla First Paper Suggestion 2023 has been published. Today, we talk about SSC Bangla First Paper Suggestion.

SSC Bangla First Paper Suggestion 2023

The first Bangla paper examination will be held simultaneously across the country on February 3. Are you an SSC examine? Then you can easily download Bangla first paper exam suggestion from our website.

Ssc Bangla 1St Paper Mcq Question Solution 2020

Our recommendation is made by experienced teachers of Bangladesh. We guarantee 100 percent common. This recommendation applies to all education boards. So, without delay, download SSC Bangla First Letter Suggestion 2023.

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন ২০২২

ক্যাডেট কলেজ ও শীর্ষস্থানীয় স্কুলসমূহের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে এ সাজেশন তৈরি করা হয়েছে। আশা করা যায় এগুলো পড়লে 1 ও 2 নং সৃজনশীল প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। আমরা এখানে শুধু 1 ও 2 নং সৃজনশীল প্রশ্নের সাজেশন দিচ্ছি। 3 ও 4 নং সৃজনশীল প্রশ্নের আঁকা নেই উচ্চতর দক্ষতার ও প্রয়োগ ভিত্তিক। পরীক্ষা কেন্দ্রে নিজের মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে উত্তর করতে হবে।

SSC Bangla First Paper Suggestion 2023

বাংলা ১ম পত্র সাজেশন

গদ্য

  1. সুভা,
  2. বই পড়া,
  3. পল্লী সাহিত্য,
  4. মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম,
  5. উপেক্ষিত শক্তির উদ্বোধন,
  6. শিক্ষা ও মনুষ্যত্ব,
  7. পহেলা বৈশাখ,
  8. একাত্তরের দিনগুলি।

পদ্য

  1. বঙ্গবাণী,
  2. জীবন সঙ্গীত,
  3. মানুষ,
  4. পল্লী জননী,
  5. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
  6. আমার পরিচয়,
  7. স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো,
  8. সাহসী জননী।

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন ২০২২ গদ্য অংশ

  • প্রমথ চৌধুরী কোন সালে মৃত্যুবরণ করেন?
  • পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় কেন ব্যাখ্যা কর।
  • উঠানের কোন জায়গা হতে দুর্গা অপুকে ডেকেছিলেন?
  • কেন সহজে গ্রাম ছেড়ে যেতে চাইলো না অপুর বাবা?
  • মোতাহের হোসেন চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয় ব্যাখ্যা কর।
  • প্রফুল্ল গ্রন্থটির রচয়িতা কে? https://suggestionquestion.com
  • নাটকটিতে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্য বলা হয় কেন?
  • দেওয়ানা মদিনার কবি কে?
  • পল্লীসাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার বলতে কি বুঝানো হয়েছে।
  • মা খিদে পেয়েছে কে বলল
  • দূর্গা পা টিপে টিপে বাড়িতে প্রবেশ করলো কেন?
  • নিম গাছের কি ইচ্ছা করলো?
  • নিমের হাওয়া ভাল থাক কেটো না বোঝানো হয়েছে।
  • বিদ্যার সাধন কাকে অর্জন করতে হয়?
  • মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না বলতে কি বুঝানো হয়েছে?
  • নীতির চর্চা কোথায় করতে হয়?
  • সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত ব্যাখ্যা কর।
  • কপোল শব্দের অর্থ কি?
  • মাছ ধরার কাজে প্রতাপ এর কাছে সুভার মর্যাদা বেশি ছিল কেন?
  • বনফুলের প্রকৃত নাম কি? https://suggestionquestion.com
  • পল্লী জননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত।
  • জমিদারের কাছারির কর্তাকে?
  • অভাগী কে পায়ের ধুলো দিতে গিয়ে রসিক কেঁদে ফেলে কেন?
  • জীবস্বত্তার ঘরে শিক্ষা কি কাজ করে?
  • রাজবন্দীর জবানবন্দী কি ধরনের রচনা?
  • প্রতাপ এর জন্য পান সাজিয়ে আন্ত কে?
  • মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?
  • যে জাতি জ্ঞানে বড় নয় সে জাতি মনেও বড় নয় অর্থ কি।
  • প্রবন্ধ প্রধানত কয় শ্রেণীর?
  • অন্যায় প্রবন্ধ বলতে কী বোঝো
  • শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি শ্রেষ্ঠ ব্যাখ্যা কর।
  • মমতাদির ঘরে একটি জিনিস ছিল সেটা কি?
  • মমতাদিকে লেখক ছায়াময়ী মানবী বলেছেন কেন?
  • দুর্গার বাবার নাম কি?
  • কোন চিন্তা হতে মুক্ত হতে পারলে শিক্ষা মানব জীবনের সোনা ফলাবে?

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন কবিতা অংশ

  • বিমুখ প্রান্তরে অর্থ কি
  • মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কী বোঝানো হয়েছে
  • যত্রতত্র শব্দের অর্থ কি https://suggestionquestion.com
  • অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে কেন।
  • কপোতাক্ষ নদ কবিতার মিল বিন্যাস কি
  • কপোতাক্ষকের দুগ্ধস্রোতরূপি বলেছেন কেন
  • সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন
  • রাত নির্জন, পথে কত ভয় তবুও রানার ছোটে
  • দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে- ব্যাখ্যা কর।
  • কবি সিকান্দার আবু জাফর এর মতে মানুষ কিভাবে নিজের আয়ু কমায়
  • আশা কবিতাই প্রতিবেশীর আধার ঘরে আলো জালানো বলতে কী বোঝানো হয়েছে
  • পল্লীজননী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত
  • চলে বুনোপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি
  • দুঃছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি ব্যাখ্যা কর।
  • সনেটের ষষ্টকে কি প্রকাশ পায়?
  • জুরাই এ কান আমি ভ্রান্তির ছলনে বলতে কী বোঝানো হয়েছে?
  • মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত
  • ঐ মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় ভুখারীর এরূপ মনোভাবের কারণ ব্যাখ্যা কর।
  • মোল্লা মুসাফির কে কোথায় গিয়ে মরতে বলেছেন
  • হায় রে ভজনালয় বলতে কবি কী বুঝিয়েছেন
  • আর কি হে হবে দেখা এখানে কে কাকে প্রশ্ন করেছে
  • বারি রূপ কর বলতে কবি কী বুঝিয়েছেন
  • হিন্দুর অক্ষর কি https://suggestionquestion.com
  • আরবি ফারসি হিন্দে নাই দুই মত বলতে কি বুঝানো হয়েছে
  • সংসার সমরাঙ্গনে কেন
  • কবি কেন কালাপাহাড় কে আহবান জানিয়েছেন
  • মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
  • ফটিক জল অর্থ কি
  • কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন
  • বহু দেশেকবি কি দেখেছেন
  • কোথা থেকে তুমি এলে এ জিজ্ঞাসা কেন?

Download SSC Bangla First Paper Suggestion 2023 pdf

Download

SSC Bangla First Paper Suggestion

Advertisement

Recommended: Looking for all subjects SSC Suggestion 2023 then click this link.

এসএসসি বাংলা প্রথম পত্র সাজেশন উপন্যাস ও নাটক অংশ

এ অংশের তোমার যে উপন্যাস বা নাটক গুলা পড়তে ভালো লাগে সেগুলো ভালোভাবে পড়লেই যে কোন প্রশ্নের উত্তর করা যাবে।

Ssc Bangla First Paper Suggestion 2019

Ssc Bangla First Paper Suggestion 2019

Recommended: Looking for all subjects SSC Suggestion 2019 then click this link.

Suggestion Question is an educational website. It publishes all the educational materials need for students. This site publishes suggestion for all public examination held in Bangladesh. It offers you very high quality suggestion of every public examination like psc suggestion, jsc suggestion, ssc suggestion, hsc suggestion and degree suggestion.

One thought on “SSC Bangla 1st Paper Suggestion 2023

  1. ভাইয়েরা আপনারা যে সাজেশনগুলো দিয়েছেন আপনারা কি শর্ট সিলেবাসটা ফলো করেছেন,, যশোর বোর্ডের শর্ট সিলেবাসের বাইরের সাজেশন দিয়েছেন আপনারা

Comments are closed.