JSC Science Suggestion 2023

JSC Science Suggestion 2023 has been published. This post is about JSC Science Suggestion 2023.

JSC Science Suggestion 2023

Jsc Science Suggestion 2019

অধ্যায় 1: প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

Bkash 100Tk Bonus

জ্ঞানমূলক প্রশ্ন

Spongilla কোন পর্বের প্রাণী?

ICZN এর পূর্ণরূপ কী?

হাইড্রা কোন পর্বের প্রাণী?

দ্বিপদ নামকরণ কি?

অরীয় প্রতিসম প্রাণী কি?

অন্তঃপরজীবি কী?

হিমোসিল কী?

ভ্রূণস্তর কাকে বলে?

অনুধাবন স্তর

শ্রেণিবিন্যাস বিদ্যা বলতে কি বুঝায়?

পরিফেরা স্পঞ্জ নামে পরিচিত কেন?

পাখি সহজে উড়তে পারে কেন?

হাইড্রা দ্বিস্তরী প্রাণী – ব্যাখ্যা কর।

পতঙ্গ প্রাণীদের কিভাবে চেনা যায়?

দ্বিপদ নামকরণ বলতে কি বুঝ?

নেমাটোডা ক্ষতিকর কেন? ব্যাখ্যা কর।

JSC Science Suggestion 2023

অধ্যায় 2: জীবের বৃদ্ধি ও বংশগতি

জ্ঞানমূলক প্রশ্ন

বংশগতি কাকে বলে?

অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?

মাইটোসিস কাকে বলে?

জিন কী?

সাইটোকাইনেসিস কাকে বলে?

আরএনএ কি?

ডি,এন,এ এর পূর্ণরূপ কী?

ইন্টারফেজ কী?

জাইগোট কী?

হ্রাসমূলক কোষ বিভাজনের নাম কী?

অনুধাবন স্তর

ইন্টারফেজ বলতে কী বোঝায়?

মাইটোসিসের ধাপগুলো লিখ।

বহুকোষী জীবের দৈর্ঘ্য বৃদ্ধি পায় কেন?

এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? ব্যাখ্যা কর।

ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখ।

অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন?

মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?

অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন?

JSC Science Suggestion 2023

অধ্যায় 3: ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

জ্ঞানমূলক প্রশ্ন

ভেদ্য পর্দা কী?

প্রস্বেদন কী?

দ্রবণ কাকে বলে?

উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে কোন গ্যাস ত্যাগ করে?

অভেদ্য পর্দা কী?

কোষ রস কী?

শোষণ কাকে বলে?

Necessary Evil বলা হয় কোনটিকে?

ব্যাপন অর্থ কী?

অনুধাবনমূলক প্রশ্ন

উদ্ভিদের পরিবহন বলতে কী বুঝায়?

অভিস্রবণের জন্য অর্ধভেদ্য পর্দা দরকার হয় কেন?

উদ্ভিদের জন্য প্রস্বেদন প্রয়োজন কেন?

প্রস্বেদন দিনের বেলায় হয় কেন?

পলিথিন একটি অভেদ্য পর্দা কেন?

অভিস্রবণ এক ধরনের ব্যাপন ব্যাখ্যা কর।

কিউটিকুলার প্রস্বেদন বলতে কী বুঝ?

JSC Science Suggestion 2023

অধ্যায় 4: উদ্ভিদের বংশবৃদ্ধি

জ্ঞানমূলক প্রশ্ন

ফল কাকে বলে?

বৃতি কী?

পরাগায়ন কী?

পরাগরেণু কোথায় উৎপন্ন হয়?

নিয়ত পুষ্পমঞ্জরী কী?

মৃদগত অঙ্কুরোদগম কাকে বলে?

জনন স্তবক কাকে বলে?

প্রজনন কাকে বলে?

সরল ফল কাকে বলে?

অযৌন জনন কী?

সম্পূর্ণ ফুল কী?

অপ্রকৃত ফল কী?

অভিযোজন কাকে বলে?

অনুধাবন স্তর

শিমুল প্রাণিপরাগী ফুল – ব্যাখ্যা কর।

কীট-পতঙ্গকে পরাগায়নের মাধ্যম বলা হয় কেন?

পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য লিখ।

পুষ্পমঞ্জরী বলতে কী বোঝায়?

সম্পূর্ণ ফুল বলতে কী বুঝ?

বুলবিল বলতে কী বুঝ?

ফুলে বৃতির প্রয়োজন কেন?

কাঁঠালকে যৌগিক ফল বলা হয় কেন?

সরিষাকে নীরস ফল বলা হয় কেন?

JSC Science Suggestion 2023

অধ্যায় 5: সমন্বয় ও নিঃসরণ

জ্ঞানমূলক প্রশ্ন

স্নায়ুতাড়না কী?

মস্তিষ্কের প্রধান অংশের নাম লেখ।

ফ্লোরিজেন কী?

নিউরন কাকে বলে?

সিন্যাপস কী?

প্রতিবর্ত চক্র কী?

ফাইটোহরমোন কী?

পাতায় উৎপন্ন হরমোনের নাম কী?

প্রতিবর্ত ক্রিয়া কী?

অনুধাবনমূলক প্রশ্ন

ট্রপিক চলন বলতে কী বোঝায়?

“বৃক্কই প্রধানত রেচন অঙ্গ বলে বিবেচিত হয়।” কেন?

ফাইটোহরমোন বলতে কী বোঝায়?

রেচনতন্ত্র বলতে কী বোঝায়?

হরমোন কীভাবে কাজ করে? ব্যাখ্যা কর।

মস্তিষ্কে মেডুলার কাজ ব্যাখ্যা কর।

জিবেরেলিনের কাজ কী?

গুরুমস্তিষ্ককে গ্রেম্যাটার বলা হয় কেন?

সুষুম্না শীর্ষকে মস্তিষ্কের বোঁটা বলা হয় কেন?

JSC Science Suggestion 2023

অধ্যায় 6: পরমাণুর গঠন

জ্ঞানমূলক প্রশ্ন

পরমাণু মডেল কী?

পারমাণবিক সংখ্যা কী?

সংকেত কাকে বলে?

তেজস্ক্রিয় আইসোটোপ কী?

অ্যাটোমাস অর্থ কী?

কার্বনের পারমানবিক সংখ্যা কত?

অ্যামোনিয়াম সালফেটের সংকেত লিখ।

ইলেকট্রন বিন্যাস কী?

আয়ন কাকে বলে?

কোন কণিকা আধান নিরপেক্ষ?

অনুধাবনমূলক প্রশ্ন

হিলিয়াম পরমাণু নিষ্ক্রিয় কেন? ব্যাখ্যা কর।

পরমাণুর নিউক্লিয়াস বলতে কী বুঝায়?

অ্যানায়ন বলতে কী বোঝায়?

অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কি বুঝায়?

তেজস্ক্রিয় আইসোটোপ বলতে কী বুঝ?

একই মৌলের ভরসংখ্যা ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।

অক্সিজেনের ভরসংখ্যা ১৬ বলতে কী বোঝায়?

ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ১৭ বলতে কী বোঝায়?

প্রোটন সংখ্যা মৌলের বৈশিষ্ট্য বহন করে, ব্যাখ্যা কর।

রাদারফোর্ডের মডেলটি ত্রুটিপূর্ণ কেন?

JSC Science Suggestion 2023

অধ্যায় 7: পৃথিবী ও মহাকর্ষ

জ্ঞানমূলক প্রশ্ন

ভর কাকে বলে?

অভিকর্ষজ ত্বরণ কী?

মাধ্যাকর্ষণ কী?

ওজনহীনতা কী?

ওজন কাকে বলে?

ওজনের একক কী?

মহাকর্ষীয় ধ্রুবকের মান কত?

পৃথিবীর কোন অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি?

পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত হবে?

স্প্রিং নিক্তি কী?

অনুধাবনমূলক প্রশ্ন

অভিকর্ষজ ত্বরণ বলতে কী বুঝায়?

পৃথিবীর সব স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সমান নয় কেন?

মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য দেখাও।

ভূপৃষ্ঠে g এর মান পরিবর্তনশীল – ব্যাখ্যা কর।

মহাকর্ষীয় ধ্রুবক বলতে কী বুঝ?

নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা কর।

অভিকর্ষ একধরণের মহাকর্ষ – ব্যাখ্যা কর।

g এর মান বস্তুনিরপেক্ষ হলেও স্থাননিরপেক্ষ নয় – ব্যাখ্যা কর।

সম ওজনের কাগজের চেয়ে পাথর আগে মাটিতে পড়ে কেন?

JSC Science Suggestion 2023

অধ্যায় 8: রাসায়নিক বিক্রিয়া

জ্ঞানমূলক প্রশ্ন

লাইম ওয়াটার কাকে বলে?

সংকেত কী?

যৌগমূলক কী?

ভিনেগারের সংকেত কী?

কুইক লাইম কী?

রেডিক্যাল কাকে বলে?

প্রতিস্থাপন বিক্রিয়া কী?

খাবার সোডার সংকেত কী?

বিক্রিয়ক কাকে বলে?

চুনাপাথরে তাপ দিলে কোন বিক্রিয়া ঘটে?

অনুধাবনমূলক প্রশ্ন

মিথাইল অরেঞ্জকে কেন নির্দেশক বলা হয়?

NH4+ একটি যৌগমূলক – ব্যাখ্যা কর।

NH3 এসিড নয় – ব্যাখ্যা কর।

চুনে পানি যোগ করলে কী ঘটে? ব্যাখ্যা কর।

দহন বিক্রিয়া বলতে কী বোঝায়?

কুইক লাইম ও লাইম ওয়াটারের মধ্যে পার্থক্য লিখ।

CO3 2- কে যৌগ মূলক বলা হয় কেন?

রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রয়োজন হয় কেন?

JSC Science Suggestion 2023

অধ্যায় 9: বর্তনী ও চলবিদ্যুৎ

জ্ঞানমূলক প্রশ্ন

তড়িৎ প্রবাহের একক কী?

ভোল্টমিটার কাকে বলে?

এক ওহম কী?

রোধ কাকে বলে?

অ্যামিটার কী?

ওহমের সূত্রটি লিখ।

তড়িৎ পরিবাহক কী?

বৈদ্যুতিক ক্ষমতার একক কী?

বৈদ্যুতিক সুইচ কী?

অনুধাবনমূলক প্রশ্ন

বর্তনীতে বৈদ্যুতিক সুইচের প্রয়োজন হয় কেন?

ফিউজ বলতে কী বোঝায়?

তড়িৎ বিভব পার্থক্য বলতে কী বোঝায়?

অ্যামিটার ও ভোল্টমিটারের পার্থক্য কী?

বর্তনীতে অ্যামিটার ও ভোল্টমিটার ভিন্নভাবে সংযুক্ত করা হয় কেন?

তড়িৎ পরিবাহকে রোধের সৃষ্টি হয় কেন?

বৈদ্যুতিক ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা লেখ।

JSC Science Suggestion 2023

অধ্যায় 10: অম্ল, ক্ষারক ও লবণ

জ্ঞানমূলক প্রশ্ন

লেবুতে কোন ধরণের এসিড থাকে?

অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত লেখ।

সোনার গহনা তৈরির সময় স্বর্ণকারেরা কোন এসিড ব্যবহার করেন?

লিটমাস কী?

এসিড কী?

এসিটিক এসিডের সংকেত লেখ।

মানুষের পাকস্থলীতে কোন এসিড থাকে?

রাসায়নিক সমীকরণ কাকে বলে? অক্সালিক এসিডের সংকেত কী?

প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে?

লিটমাস কাগজ কোথা থেকে তৈরি হয়?

আমলকিতে কোন এসিড থাকে?

লবণ কোন ধরণের পদার্থ?

অনুধাবনমূলক প্রশ্ন

প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝ?

সংকট কোন বলতে কী বোঝায়?

লবণ নিরপেক্ষ পদার্থ কেন?

চুনাপাথরে HCL যোগ করলে বুদবুদ তৈরি হয় কেন?

নির্দেশক কি? ব্যাখ্যা কর।

সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় – ব্যাখ্যা কর।

সিলিকন ও সালফারের ইলেকট্রন বিন্যাস দেখাও।

জৈব এসিড বলতে কী বুঝ?

JSC Science Suggestion 2023

অধ্যায় 11: আলো

জ্ঞানমূলক প্রশ্ন

ক্রান্তি কোণ কি?

অক্ষিগোলক কাকে বলে?

রেটিনা কি?

কৃষ্ণ মণ্ডল কি?

অ্যাকুয়াস হিউমার কি?

উত্তল লেন্স কাকে বলে?

আলোর প্রতিসরণের সংজ্ঞা দাও।

সংকট কোণ এর ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত?

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি শর্ত লেখ ?

অনুধাবনমূলক প্রশ্ন

প্রতিসরণের নিয়ম গুলো লেখ ।

Optical fiber বলতে কি বোঝায়?

আলোর প্রতিফলনের দুটি নিয়ম লিখ?

আলোকরশ্মির দিক পরিবর্তনের কারণ কি?

আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন ?

ক্যামেরা ও চোখের মধ্যে দুটি মিল লেখ।

একটি সোজা লাঠিকে আংশিকভাবে পানিতে ডুবালে বাঁকা দেখায় কেন?

সংকট কোণ কাকে বলে? ব্যাখ্যা কর ।

চোখের নিকট বিন্দু বলতে কি বুঝো?

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত গুলো লিখ।

JSC Science Suggestion 2023

অধ্যায় 12 মহাকাশ ও উপগ্রহ

জ্ঞানমূলক প্রশ্ন

Milky way কি ?

মহাকাশ কি ?

উপগ্রহ কাকে বলে ?

ছায়াপথ কি?

উপগ্রহ কি ?

মহাশূন্য কি ?

কোন উপগ্রহের টেলিস্কোপ ব্যবহার করা হয়?

পৃথিবী কোন গ্যালাক্সিতে অবস্থিত?

অনুধাবনমূলক প্রশ্ন

মহাবিশ্বের উৎপত্তি ব্যাখ্যা কর।

মহাশূন্যের শুরু ও বিস্তৃতি ব্যাখ্যা কর।

মহাকাশের শেষ নেই কেন?

প্লুটোকে এখন সৌরজগতের সদস্য ধরা হয় না কেন?

গ্রহ কে নক্ষত্র বলা হয় না?

কেন চাঁদ ও সূর্য সমান সমানয় কেন?

সৌরজগতে আটটি গ্রহ আছে কিন্তু শুধু পৃথিবীতে জীবন আছে কেন?

JSC Science Suggestion 2023

অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি

জ্ঞানমূলক প্রশ্ন

পুষ্টি কি?

রাফেজ কি ?

অস্টিওম্যালেসিয়া কি?

খাদ্য উপাদান কাকে বলে ?

উপাদান অনুযায়ী খাদ্যবস্তু কে কয় ভাগে ভাগ করা হয়েছে ?

বয়স্কদের rickets কি নামে পরিচিত ?

মৌল বিপাক কি?

সুষম খাদ্য কাকে বলে?

শর্করা প্রধান কাজ কি ?

শর্করার মৌলিক উপাদান কয়টি ?

সূর্য রশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায় ?

অনুধাবনমূলক প্রশ্ন

আমিষের সহজপাচ্য তার গুণক 1 বলতে কি বুঝায়?

দেহে পানির প্রয়োজনীয়তা উল্লেখ কর ।

বহু শর্করা পরিপাকে প্রয়োজন হয় ?

কেন অ্যানিমিয়া বলতে কি বুঝো ?

দেহের জন্য রাফেজ খাবার প্রয়োজন কেন ?ব্যাখ্যা কর ।

দেহের জন্য খাদ্যের প্রয়োজন কেন ?

প্রতিদিন কিছু পরিমাণ ফল খাওয়া প্রয়োজন কেন?

পুষ্টিহীনতা বলতে কি বুঝো?

খাদ্য উপাদান বলতে কি বোঝো ?

রাফেজ যুক্ত খাবার বলতে কি বোঝাই ?

পুষ্টি উপাদান বলতে কী বোঝো?

JSC Science Suggestion 2023

অধ্যায় 14 পরিবেশ এবং বাস্তুতন্ত্র

জ্ঞানমূলক প্রশ্ন

বাস্তুসংস্থান কি?

বক কোন স্তরের খাদক?

সর্বভুক কাদের বলা হয়?

প্ল্যাংটন কি?

উৎপাদক কি ?

বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান কি নামে পরিচিত?

বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক রয়েছে ?

প্রাকৃতিক পরিবেশে কয় ধরনের বাস্তুতন্ত্র রয়েছে ?

সর্বভুক প্রাণী কাকে বলে ?

জীব জগতের সকল শক্তির মূল উৎস কি ?

অনুধাবনমূলক প্রশ্ন

উৎপাদক বলতে কী বোঝায়?

সুন্দরবনের উদ্ভিদের মূল খাড়াভাবে মাটির উপরে উঠে আসে কেন ?

ম্যানগ্রোভ বনের উদ্ভিদের মূল মাটির নিচে লাগিয়ে উপরে উঠে আসে কেন?

খাদ্য শৃংখল বলতে কি বোঝো ?

খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য কর ?

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা মূখ্য কেন ?

খাদ্যজাল বড় হলেও খাদ্য শৃংখল গুলো খুব বড় হতে পারে না কেন?

Conclusion:

This exclusive JSC Exam Suggestion 2023 by our expert teachers. You need not run another place for collecting suggestion. Take preparation according to our suggestion. Thank you very much for reading this post. Best of luck.

Suggestion Question is an educational website. It publishes all the educational materials need for students. This site publishes suggestion for all public examination held in Bangladesh. It offers you very high quality suggestion of every public examination like psc suggestion, jsc suggestion, ssc suggestion, hsc suggestion and degree suggestion.