হবিগঞ্জ জেলার ইফতারের সময়সূচি ২০২৩

এখানে একটি কথা জরুরি ভিত্তিতে বলতে চায় যে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সেহরি ও ইফতারের সময়সূচিতে পূর্ব সতর্কতা মূলক তিন মিনিট বাড়ানো কমানো হয়েছে। ইফতারের সময় পূর্ব সতর্কতা মূলক এই তিন মিনিট দেরি করা বৈধ নয় কারন আমরা হাদিস থেকে জানতে পারলাম তাড়াতাড়ি ইফতার করা জরুরি। সেখানে তিন মিনিট দেরি করার প্রয়োজন নেই। এই তিন মিনিট থেকে এক মিনিট কমালেও তাড়াহুড়া করা হলো। তাই আমাদের উচিত তিন মিনিট দেরি না করে সেখান থেকে অন্তত এক মিনিট কমিয়ে ইফতার করা। রাসুল সঃ বলেন, লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে, যতক্ষণ তারা ইফতার করতে তাড়াতাড়ি করবে।

Click here to Download Ramadan Calendar

সেহরি ও ইফতারের সময়সূচি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

তিনি বলেন, দ্বীন ততকাল বিজয়ী থাকবে, যতকাল লোকেরা ইফতার করতে তাড়াতাড়ি করবে। কারণ, ইয়াহুদি ও খ্রিষ্টানরা দেরি করে ইফতার করে।

হানবী সঃ এর আমল ছিল জলদি ইফতার করা। আবু আত্বিয়াহ বলেন, আমি ও মাসরুক আয়েশা (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে বললাম, হে উম্মুল মুমিনীন! মুহাম্মাদ সঃ এর সাহাবীদের মধ্যে একজন (সময় হওয়া মাত্র) তাড়াতাড়ি ইফতার করে ও তাড়াতাড়ি নামায পড়ে এবং অপর একজন দেরি করে ইফতার করে ও দেরী করে নামায পড়ে। তিনি বললেন, ‘ওদের মধ্যে কে তাড়াতাড়ি ইফতার করে ও তাড়াতাড়ি নামায পড়ে? আমরা বললাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ)। তিনি বললেন, আল্লাহর রাসূল সঃ এ রকমই তাড়াতাড়ি ইফতার ও নামায আদায় করতেন।

মহানবী সঃ বলেন, তিনটি কাজ নবুয়তের আদর্শের অন্তর্ভুক্ত; জলদি ইফতার করা, দেরী করে (শেষ সময়ে) সেহরি খাওয়া এবং নামাযে ডান হাতকে বাম হাতের উপর রাখা।

Habigonj 1

সূর্যের পুরো বৃত্ত অদৃশ্য হওয়ার সাথে সাথে ইফতারের সময় হয়; আর সে সময় হল মাগরিবের নামাজের আগে; ইফতার করে নামাজ পড়ার পর প্রয়োজনীয় আহার ভক্ষণ করবে রোজাদার; অবশ্য যদি আহার প্রস্তুত থাকে, তাহলে প্রথমে আহার খেয়েই নামাজ পড়বে

যেহেতু আনাস রাঃ বলেন, আল্লাহর রাসূল সঃ বলেছেন, রাতের খাবার উপস্থিত হলে মাগরিবের নামাজ পড়ার আগে তোমরা তা খেয়ে নাও। আর সে খাবার খেতে তাড়াহুড়া করো না।

কিন্তু সময় হওয়ার পূর্বে ইফতার করা হতে সাবধান! কারণ, মহানবী সঃ একদল লোককে (স্বপ্নে) দেখলেন যে, তারা তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় (বাঁধা অবস্থায়) লটকানো আছে, তাদের কশগুলাে কেটে ও ছিড়ে আছে এবং কশ বেয়ে রক্তও ঝরছে। নবী সঃ বলেন, আমি বললাম, ওরা কারা? তারা বললেন, ওরা হল তারা; যারা সময় হওয়ার পূর্বে-পূর্বেই ইফতার করে নিত।

ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে উঠার দোয়া অর্থসহ

বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে আলোচনা করব ঘুমানোর দোয়া সম্পর্কে; রাসুল সঃ কি দোয়া পড়ে ঘুমাতেন ও ঘুম থকে উঠে কি দোয়া পড়তেন সে সম্পর্কিত কিছু হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ।

ঘুমানোর সময় ডান কাতে শুয়ে বলবে

বিসমিকাল্লা-হুম্মা আমুতু ওয়া আহইয়া।

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত হবিগঞ্জ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২২, আপনি চাহিলে আমাদের ওয়েবসাইটে থেকে নিতে পারবেন।