বাগেরহাট জেলার ইফতারের সময়সূচি ২০২৩
আমাদের ওয়েবসাইট থেকে। খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন।বাগেরহাট জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ সালের প্রকাশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন মতাবেক জানানো হয়েছে। বাগেরহাট জেলা রমজানের সময়সূচী ২০২৩, বাগেরহাট জেলার সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩, বাগেরহাট জেলার রমজানের ক্যালেন্ডার ২০২৩, আজকের বাগেরহাট জেলার সেহরির শেষ সময় ২০২৩, আজকের বাগেরহাট জেলার ইফতারের শেষ সময় ২০২৩
Table of Contents
আস্-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।
মহান আল্লাহ তা’আলা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, “আমি জ্বীন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য।
Click here to Download Ramadan Calendar
সেহরি ও ইফতারের সময়সূচি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আর আল্লাহর ইবাদতের মাঝে একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ ফজিলতপূর্ণ ইবাদতের নাম হল সিয়াম বা সাওম, যা আমরা রমাযান মাসে পালন করে থাকি। আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম হল সিয়াম। সিয়াম পালন করা এত ফজিলতপূর্ণ যে, আল্লাহ বলেন, “সিয়াম আমার উদ্দেশ্যেই। সুতরাং আমি বিশেষভাবে এর পুরস্কার দান করবো।
হজরত উমর (রা.) বর্ণনা করেন- নবী কারিম (সা.) রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন ( বুখারি, মুসলিম)। হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন- আল্লাহর রাসূল (সা.) রমজানের মধ্যের দশকে ইতিকাফ করতেন। এক বছর এভাবে ইতিকাফ করছিলেন- যখন একুশের রাত এলো, যে রাতের সকালে তিনি তার ইতিকাফ থেকে বের হবেন, তখন তিনি বললেন- যারা আমার সঙ্গে ইতিকাফ করেছে, তারা যেন শেষ দশকেও ইতিকাফ করে।
আমাকে স্বপ্নে এ রাত (শবেকদর) দেখানো হয়েছিল, পরে আমাকে তা (সঠিক তারিখ) ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে, ওই রাতের সকালে আমি কাদাপানির মাঝে সিজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ কর এবং প্রত্যেক বিজোড় রাতে তালাশ কর। পরে এ রাতে আকাশ হতে বৃষ্টি বর্ষিত হয়। মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির। ফলে মসজিদে টপটপ করে বৃষ্টি পড়তে লাগল। একুশের রাতের সকালে আল্লাহর রাসূল (সা.)-এর কপালে কাদাপানির চিহ্ন আমার এ দু’চোখ দেখতে পায় [বুখারি শরীফ]। এজন্য প্রত্যেক শবেকদর তালাশকারীর উচিত রমজানের শেষ দশকে ইতিকাফ করা।
ইতিকাফের পরিচয়
ইতিকাফ শব্দের অর্থ- অবস্থান করা, আটকে রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয়- ইতিকাফের নিয়তে পুরুষের এমন মসজিদে অবস্থান করা যেখানে পাঁচওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা হয় এবং কোন মহিলার নিজ গৃহে নামাজের স্থানে অথবা ঘরের এক কোনে অবস্থান করাকে ইতিকাফ বলে।
মহিলাদের ইতিকাফ
কোনো মহিলা ইতিকাফ করতে চাইলে সে বাড়ির কোনো একটি কামরায় ইতিকাফ করতে পারে। আর ওই কামরা তার জন্য মসজিদের মতো। অর্থাৎ ওই কামরা থেকে প্রয়োজন ছাড়া বের হতে পারবে না। যদি বের হয়, তাহলে ইতিকাফ ভেঙে যাবে
রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেনঃ আল হাদিস। রোজার মাধ্যমে আচার-আচরণ ও চরিত্র সুন্দর হয়’: আল হাদিস। ‘রোজা মানুষকে আখেরাত মুখী করে।
দিসে আরো এসেছে, রাসুল (সা.) বলেন, আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য। তবে রোজা আমার জন্য। আমি নিজেই এর পুরস্কার দেব। রোজা (জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য) ঢাল স্বরুপ।
বাগেরহাট জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ আমাদের ওয়েবসাইট থেকে আপনি চাহিলে নিতে পারেন।