অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য প্রথম সপ্তাহের এসাইনমেন্ট সিলেবাস প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিষয়ে দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন ও তিনটি প্রয়োগমূলক প্রশ্ন রাখা হয়েছে। আজকের আর্টিকেলে আমরা প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব।
আপনারা জানেন আমাদের ওয়েবসাইটে সকল বিষয়ের প্রশ্নপত্র সঠিক সমাধান প্রকাশ করা হচ্ছে। এ ব্যাপারে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করছে দেশের শ্রেষ্ঠ শিক্ষাপীঠের কিছু দক্ষ শিক্ষক মন্ডলী।
তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
বস্তুর ভর কখনো পরিবর্তন হয়না,তবে ওজন পরিবর্তন হয় কারণ বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়। পৃথিবীতে কোনো বস্তুর ভর যত হয় চাদে বস্তুর ওজন তার ১/৬ অংশ হয়। পৃথিবীতে ভর ৫০ কেজি হলে চাঁদে ওজন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হলো-
আরো কিছু প্রশ্ন
পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি। চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো।
পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন – ব্যাখ্যা করো।
একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো করো।
১/ গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো।
২/ কিছুটা তীর্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো।
৩/ গ্লাসে যে পর্যন্ত পানি আছে তাই একটু নিচ থেকে দেখার চেষ্টা করো।
তিনটি ক্ষেত্রে কি ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো।