PSC Bangla Suggestion 2023 PDF Download

PSC Bangla Suggestion 2023 has been published. This post is about PSC Bangla Suggestion 2023.

PSC Bangla Suggestion 2023

PSC stand for Primary School Certificate www.dpe.gov.bd. The PSC examination is very important examination for primary level students, as it is the last and final examination of primary level. Students have to pass PSC examination for getting admitted into secondary school or high school in class six. PSC examination of educational year 2023 will be held in the month of November.  This PSC examination is knocking at the door. You don’t have too much time for preparing yourselves. You need a reliable suggestion for your good preparation. Don’t worry; we are here to help you.

Mark Distribution Bangla

Primary School Certificate PSC examination 2023

Subject Bangla

Full marks 100

Time 2 hour 30 minutes

প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্য বই থেকে) পড়ে 1 ও 2 এর উত্তর লিখতে হবে

প্রশ্ন নং 1

শব্দের অর্থ লিখন সাতটি কবে পাঁচটি লিখতে হবে ৫

প্রশ্ন নং 2

প্রশ্নের উত্তর লিখন। তিনটি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। ২+৪+৪= ১০

(পাঠ্যবই বহির্ভূত) প্রদত্ত অনুচ্ছেদ পড়ে 3 ও 4 ক্রমিক এর উত্তর লিখন।

প্রশ্ন নং 3

প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণ। 5 টি শূন্যস্থান থাকবে ৫

প্রশ্ন নং 4

অনুচ্ছেদ করে প্রশ্নগুলোর উত্তর লিখ তিনটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি উত্তর লিখতে হবে ১৫

প্রশ্ন নং 5

ক্রিয়াপদের চলিত রূপ লিখন/ ক্রিয়াপদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ রূপ লিখতে হবে। সাতটির মধ্যে পাঁচটি।

প্রশ্ন নং 6

অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ। পাঁচটি প্রশ্ন থাকবে। ৫

প্রশ্ন নং 7

যুক্তবর্ণ বিভাজন ও বাক্য গঠন। সাতটির মধ্যে পাঁচটি। ১০

প্রশ্ন নং 8

বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লিখন। ৫

প্রশ্ন নং 9

এক কথায় প্রকাশ। সাতটির মধ্যে পাঁচটি। ৫

প্রশ্ন নং 10

বিপরীত শব্দ বা সমার্থক শব্দ লিখুন। সাতটির মধ্যে পাঁচটি। ৫

প্রশ্ন নং 11

পাঠ্য বইয়ের কবিতা বা ছড়া পড়ে, প্রশ্নগুলোর উত্তর লিখন। তিনটি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ২+৫+৩ =১০

প্রশ্ন নং 12

ফরম পূরণ করণ। ৫

প্রশ্ন নং 13

দরখাস্ত/চিঠি লিখন। ৫

প্রশ্ন নাম 14

রচনা লিখন। চারটি বিষয় থাকবে যার মধ্যে একটির উত্তর দিতে হবে। 200 শব্দের মধ্যে লিখতে হবে। ১০

PSC Bangla Suggestion 2023

প্রশ্ন নং 2

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

এই দেশ এই মানুষ

কারা যুগ যুগ ধরে মিলেমিশে আছে তার দুটি বাক্যে লিখ।

বাংলাদেশের গৌরব কিসে দেশকে কেন ভালবাসতে হবে?

ক্ষুদ্র জাতিসত্তা কারা?

বাংলাদেশের নানা ধর্মের মানুষ কিভাবে বসবাস করে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম লিখ।

PSC Bangla Suggestion 2023

সংকল্প

যুগান্তরের ঘূর্ণিপাকে বলতে কবি কী বুঝিয়েছেন?

কবি বিশ্বজগতটাকে কিভাবে দেখতে চান ব্যাখ্যা কর।

কবি আকাশ ফুঁড়ে উঠতে চান কেন? 4 টি বাক্যে লিখ।

চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায?

কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?

সুন্দরবনের প্রাণী

রয়েল বেঙ্গল টাইগার অনন্য তুলনাহীন এ কথাটি বুঝিয়ে লিখ।

কিভাবে প্রাণীর সাথে দেশের নাম জড়িয়ে থাকে?

ক্যাঙ্গারু কোথায় দেখা যায়?

রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়?

শকুন কে কেন উপকারী পাখি বলা হয়?

PSC Bangla Suggestion 2023

হাতি আর শিয়ালের গল্প

বনের প্রাণীদের দিন কেমন কাটছিল?

কে প্রচন্ড হুংকার দিয়েছিল? আখিরা কেন ডানা ঝাপটাতে শুরু করলো? হাতির বৈশিষ্ট্য কি কি? 2 টি বাক্যে লিখ।

হাতির আস্তানায় ঢুকে শেয়াল হাতিটাকে কি বলেছিল?

ফুটবল খেলোয়ার

মেসের ফুটবল খেলোয়াড়ের নাম কি?

সকালের দৈনিকে ইমদাদ সম্পর্কে কি খবর পাওয়া যায়?

ইমদাদ হক সারারাত কেঁদে কেঁদে ডাক ছাড়ে কেন?

বীরের রক্তে স্বাধীন দেশ

নূর মোহাম্মদ কাকে কাঁধে তুলে নেন এবং কেন?

নূর মোহাম্মদ শেখের জীবন কিভাবে বদলে গেল?

কে বারবার অবস্থান পরিবর্তন করেছেন কেন?

মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নয় কেন?

মুক্তিযোদ্ধারা কি নিয়ে মংলা বন্দর দখল করে নিয়েছিল?

Download PSC Bangla Suggestion 2023

ফেব্রুয়ারির গান

ফেব্রুয়ারির গান কবিতা কোন কোন পাখির নাম উল্লেখ করা হয়েছে ?

আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি 3 টি বাক্যে লেখ।

শহিদ ছেলের দান হিসেবে আমরা কি পেয়েছি?

পাতা ও স্বর্ণলতা মুগ্ধ হচ্ছে কিসের গানে?

শখের মৃৎশিল্প

বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?

মৃৎ শিল্প কাকে বলে? কয়েকটি মৃৎ শিল্পের নাম লিখ।

বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় ব্যাখ্যা কর।

টেরাকোটা কি? শখের হাঁড়ি কি রকম?

PSC Bangla Suggestion 2023

শব্দ দূষণ

গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে উঠে ?

কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে ?

শব্দ দূষণের কারণ কি কি ?

শহরের কোন পাখি ঝাকে ঝাকে ঢাকে?

স্মরণীয় যারা চিরদিন

বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন কাদের বিরুদ্ধে ?

তাদের ভরসা ও সাহস জুগিয়েছেন কারা?

কাদের প্রাণের বিনিময় আমরা মুক্ত স্বাধীন দেশে বাস করতে পারছি?

আমরা কাদের চিরদিন স্মরণ করব কেন করব?

মুক্তিযুদ্ধে শহীদ দুইজন মহিলা সাংবাদিকের নাম লেখ এবং তারা কিভাবে শহীদ হন লেখ।

PSC Bangla Suggestion 2023 PDF

স্বদেশ

নদীতে নৌকা গুলো কিভাবে রাখা আছে?

গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা ব্যাখ্যা কর।

ভালোবাসার শিল্পী আমি বলতে বোঝানো হয়েছে?

ছেলেটি কোথায় বসে আপন মনে ভাবে?

কবি ছেলেটির সাথে দেশের তুলনা করেছেন কেন?

ছেলেটি মনের মধ্যে কোন ছবিটি আকে?

কাঞ্চনমালা আর কাঁকনমালা

রাখাল ছেলে কখন বাঁশি বাজায় বাশির সুর শোনার সময় রাজপুত্র কি করে ?

রক্ষীরা রাখালকে প্রাসাদে ঢুকতে দিল না কেন?

রাজার শরীর সুচবেঁধা হয়ে যায়?

রাখাল বন্ধুর মন খারাপ হয় কেন?

রাজপুত্র কোথায় বসে রাখালের জন্য অপেক্ষা করে?

Here PSC Bangla Suggestion

Psc Bangla Suggestion 2019

অবাক জলপান

মাছ আর মাছ রাঙ্গা সমান নয় কেন?

পথিক যখন ঝুড়িওয়ালা কে বলল আপনি ভুল বুঝছেন আমি জল যাচ্ছিলাম তখন ঝুঁড়িওয়ালা কি বলে?

জলাতঙ্ক কাকে বলে এই রোগ কেমন করে হয়?

মাটির নিচে যে শহর

শ্রমিকরা উয়ারী গ্রামে মাটি খনন কালে কত সালের পাত্রে জমানো মুদ্রা পায়?

নরসিংদি জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থান সম্পর্কে দুটি বাক্য লেখ।

কোন কোন নিদর্শন থেকে উয়ারী বটেশ্বর এর সময়কাল জানা যায়?

শিক্ষাগুরুর মর্যাদা

বাদশা কে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন?

শিক্ষক কেন সবার শ্রেষ্ঠ? 2 টি বাক্যে লিখ।

শিক্ষক বাদশা কে ভয় না করার কারণ কি?

PSC Bangla Suggestion 2023 PDF File

ভাবুক ছেলেটি

ভাবুক ছেলেটি আসলে কে ছিল ?

জগদীশচন্দ্র বসুর শিক্ষা জীবন কেমন ছিল ঝড়ে গাছপালা ভেঙ্গে গেলে জগদীশ বাবাকে কি প্রশ্ন করত?

সকাল সন্ধ্যা ছেলের দল কি করে?

বিদায় হজ

আরব দেশের নানা স্থান থেকে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন?

আরাফাতের ময়দানে বিপুলসংখ্যক মানুষ দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর মনের অবস্থা কেমন হয়েছিল?

মানব জাতি চিরদিন মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ভাষন কে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে ব্যাখ্যা কর

দেখে এলাম নায়াগ্রা

নায়াগ্রা জল কোথায় যায়?

নায়াগ্রার বিশেষত্ব কি বুঝিয়ে লেখ।

ওসব দেশে কেউ ধীরে ধীরে গাড়ি চালায় না কেন কানাডার রাস্তাকে রেল লাইনের সাথে তুলনা করার কারণ কি?

নায়াগ্রা জলপ্রপাত কোথায় যায় কিভাবে?

PSC Bangla Suggestion 2023

রৌদ্র লেখা জয়

বর্গী কারা? তারা কি করেছিলল?

হানাদার দের কথা মানুষ কেন ভুলবে না? কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা কর।

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

মাওলানা ভাসানী কোন সময় হতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন?

কেন মাওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয়?

মাওলানা ভাসানী কোথায় পড়াশোনা করেছেন?

মাওলানা ভাসানীর মাতার নাম কি?

কেন মাওলানা ভাসানীকে কাগমারি ছাড়তে হয়?

শহীদ তিতুমীর

তিতুমীরকে শায়েস্তা করার জন্য কি করা হয়?

তিতুমীর কেন পরাজিত হন?

অপেক্ষা

মুক্তিযোদ্ধারা কিভাবে চলে যায় তা দুটি বাক্যে লিখ।

রাহেলা বানু দু মুঠো চাল কলসিতে জমিয়ে রাখে কেন?

জসিম কেন চেয়েছিল রাহেলা ওর বাবার বাড়ি চলে যাক?

রুমা আর রুবা স্কুলে যাওয়ার পথে কি করত?

All Board PSC Bangla Suggestion 2023

প্রশ্ন নং ১৪

রচনা লিখন

আমাদের প্রিয় মাতৃভূমি/আমাদের এই দেশ

একুশে ফেব্রুয়ারি

মৃৎশিল্প

স্বদেশপ্রেম

আমাদের মুক্তিযুদ্ধ

প্রিয় খেলা

একটি শীতের সকাল

মাতা-পিতার প্রতি কর্তব্য

ছাত্রজীবন

জাতীয় ফুল – শাপলা

প্রাণিজগৎ

বর্ষাকাল

সময়ের মূল্য

প্রিয় শিক্ষক

আমার মা

Conclusion:

This exclusive PSC exam Suggestion 2023 by our expert teachers. You need not run another place for collecting suggestion. Take preparation according to our suggestion. Thank you very much for reading this post. Best of luck.

Suggestion Question is an educational website. It publishes all the educational materials need for students. This site publishes suggestion for all public examination held in Bangladesh. It offers you very high quality suggestion of every public examination like psc suggestion, jsc suggestion, ssc suggestion, hsc suggestion and degree suggestion.

One thought on “PSC Bangla Suggestion 2023 PDF Download

Comments are closed.