Old Assignment
নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল
নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান এসাইনমেন্টের
নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান এসাইনমেন্টের সৃজনশীল প্রশ্নের খ নং প্রশ্ন হলো- নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। প্রশ্নটি অনুধাবন মূলক প্রশ্ন এবং সাধারণত এই প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত মার্ক ২। সেই অনুপাতে আমাদের ওয়েবসাইটে দেওয়া সমাধান পত্রে উত্তরটি সাজানো হয়েছে।
তরলের চাপকে P দ্বারা প্রকাশ করা হয়।আমরা জানি, নির্দিষ্ট গভীরতায় তরলের চাপ তরলের গভীরতা, তরলের ঘনত্ব,অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। তরলের প্রকৃতির উপর নির্ভর করে চাপ ভিন্ন হয়। নিচের সমাধানে প্রশ্নটির নির্ভুল উত্তর তুলে ধরা হয়েছে-