নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান এসাইনমেন্টে ১ টি সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছে। যার প্রথম জ্ঞানমূলক প্রশ্নটি হলো প্যাসকেলের সূত্র বিবৃত করো। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান মূল বইয়ের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে।
বিজ্ঞানী প্যাসকেল তরলের ভেতরে নিমজ্জিত বস্তুর চাপ নিয়ে একটি সূত্র বিবৃচ করেন,যেটি প্যাসকেলের নামানুসারে প্যাসকেলের সূত্র নামে পরিচিত। আবদ্ধ তরলের উপর চাপের ক্ষেত্রে এই সূত্রটি বহুল প্রচলিত,এই সূত্রের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা হয়।ক নং প্রশ্নের সঠিক উত্তর পেতে হইলে নিচের সমাধানে চোখ রাখুন-