Hsc Bangla 1St Paper Mcq Question Solution 2019

HSC Bangla 1st Paper Question Solution 2023 Today

HSC Bangla 1st Paper MCQ Question Solution 2019 has been published by https://suggestionquestion.com. You can download this MCQ question solution very easily from this website. This post will give you all boards question solution.

Download HSC Bangla 1st Paper MCQ Solution 2022 from this page. You can get All Board HSC Bangla 1st Paper MCQ Question Solution in our website. Like Dhaka Board HSC Bangla 1st Paper MCQ Solution,
Rajshahi Board HSC Bangla 1st Paper MCQ Solution, Technical Board HSC Bangla 1st Paper MCQ Solution and others 8 Education Board MCQ Solution.

Are you looking for HSC Bangla 1st Paper MCQ Solution for HSC Exam 2019? So you are coming on the right place. Because here I am going to share All Education Board HSC Bangla 1st Paper MCQ Question Solution for HSC Examine in 2019.

HSC Question 2023 Solve

HSC Bangla 1st Paper MCQ Question Solution 2023

HSC Bangla 1st Paper MCQ Question Solution 2023

Govtresultlink.com 1

After 10 years of schooling at primary and secondary level, students (16+) who succeed in passing the Secondary School Certificate (SSC) examination have the option of joining a college for a two-year higher secondary education in their respective areas of specialization or enrolling in a technical or polytechnic institute. After the two-year higher secondary education, one has to sit for another public examination called Higher Secondary Certificate Examination conducted by the education boards to qualify for further education.

309821360 448637470724661 4403696490139219065 N 313849266 832373251217057 6358305022795561619 N

Students of religious and English medium streams also sit for their respective public examinations, Alim and “A” level, conducted by the Madrasah Education Board and London/Cambridge University respectively to qualify for further education. Every year, HSC Exam starts from April in Bangladesh. HSC Exam Routine publishes 2 month ago before examination. Source: Wikipedia

Recommended: HSC Routine 2019 PDF Download (এখান থেকে ডাউনলোড করুন)

HSC Bangla 1st paper Question Solution 2019 has been published by Zero Education. Please watch this video till the end.

Bangladesh Government is very strict for controlling question paper leak. So, if you are too searching for “HSC Question Solution 2019” you are a fool. It’s Illegal, Punishable.

HSC Bangla 2nd Paper Suggestion 2019

HSC Bangla 1st Paper Question Solution 2019

HSC Bangla 2nd Paper Question Solution 2019

HSC Bangla 1st paper suggestion 2019: https://suggestionquestion.com/hsc-bangla1-suggestion/

HSC Bangla 2nd paper suggestion 2019: https://suggestionquestion.com/hsc-bangla2-suggestion/

HSC English 1st paper Suggestion 2019: https://suggestionquestion.com/hsc-eng1-suggestion/

HSC English 2nd paper Suggestion 2019: https://suggestionquestion.com/hsc-eng2-suggestion/

HSC ICT Suggestion 2019: https://suggestionquestion.com/hsc-ict-suggestion/

সকল বোর্ডের সমাধান করার সাথে সাথে এখানে আপডেট করে দেওয়া হবে। Zero Education

HSC Bangla 1st Paper MCQ Question Answer 2022 Rajshahi Board

The Board of Intermediate and Secondary Education, Rajshahi is an autonomous organization, mainly responsible for holding two public examinations. The Board started its operation in the year 1961. Wikipedia

Rajshahi Board Bangla Question correct answer today hsc exam. HSC Bangla Question solve Rajshahi Board Download.

HSC Bangla 1st Paper MCQ Question Solution 2022

Hsc Bangla 1St Paper Mcq Question Solution 2019

HSC Bangla 1st Paper MCQ Question Answer 2019 Dhaka Board

০১| নেপোলিয়ন কোন দ্বীপে মৃত্যুবরণ করেন?
উত্তর–(ক) সেন্ট হেলেনা দীপে

০২| তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না….তিনি বলতে “অপরিচিতা” গল্পে কাকে বুঝানো হয়েছে?
উত্তর–(ক) মামাকে

০৩| এক সময় কারা অসভ্য বর্বর ছিল?
উত্তর–(খ) ভারতবাসী

০৪| আহব্বান গল্পের বর্ণনাকারীর জন্য বুড়ির চাটাই বোনার কারণ কী?
উত্তর–(গ) বর্ণনাকারীর প্রতি বুড়ির সন্তানস্নেহ

০৫| মাসি-পিসি গল্পে মাসি ও পিসি একদেহ একমন হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর–(ঘ)

I)দুজনেই বিধবা, ii)আহ্লাদিকে দেখা-শোনা,iii)নিজেদের বেঁচে থাকার সংগ্রাম।

০৬| গোপন ও নীরব সাধনা কার মধ্যে অভিব্যক্ত?
উত্তর–(ক) বৃক্ষের মধ্যেই

০৭| আমার পথ”প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কী করে তুলছে?
উত্তর–(খ) I) নিষ্কৃয় iii) দাস

০৮| বায়ান্নর দিনগুলো রচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাকে তাঁর সহকর্মীদের খবর দিতে বললেন?
উত্তর–(ক) চায়ের দোকানের মালিককে।
সবাইকে খবর দিতে বললে হতো মহিউদ্দীন।

০৯| “ল্যুভ” জাদুঘরটি কোথায় অবস্থিত?
উত্তর–(ক) ফ্রান্সে

১০| রেইনকোর্ট গল্পে “রেইনকোর্ট”কিসের প্রতীক?
উত্তর–(গ) ii) দেশ প্রেমের, iii) মুক্তিযুদ্ধের

১১| গোয়ালার সুন্দরী কন্যা রাবেয়ার স্বামীর অস্বচ্ছলতার কারণে অত্যন্ত অন্তুষ্ট—উদ্দীপকে রাবেয়ার সাথে সাদৃশ্য কোন চরিত্রে?
উত্তর–(খ) মাদাম লোইসেল

১২| “মহাজাগতিক কিউরেটর” গল্পটিতে লেখক চেয়েছেন—
উত্তর–(ক) পরিবেশ ও পৃথিবী সম্পর্কে মানুষের সচেতনতা

১৩| হায় তাত! উচিত কি তব এ কাজ? মেঘনাদের এই উক্তিটির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি?
উত্তর–(ক) লক্ষ্মণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করা।

১৪| ঐকতান কবিতার প্রথম চরণ কোনটি?
উত্তর–(ঘ) বিপুলা এ পৃথিবী কতটুকু জানি।

সকল বোর্ডের সমাধান করার সাথে সাথে এখানে আপডেট করে দেওয়া হবে। Zero Education

উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও—-
জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি
একই পৃথিবীর স্তনে লালিত
একই রবি-শশী মোদের সাথি।
১৫|উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল আছে?
উত্তর–(খ) ii) মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান।
–সমাধান রমজান স্যার।

১৬| উদ্দীপকে “সাম্যবাদী”কবিতায় কোন ভাবটি স্পষ্ট হয়ে উঠেছে?
উত্তর–(ক) মানুষে মানুষে সমতা

১৭| “এই পৃথিবীতে এক স্থান আছে” কবিতায় সন্ধ্যার বাতাসে কী উড়ে যায়?
উত্তর–(গ) সুদর্শন

১৮| হে কবি,নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়”এ চরণটিতে নীরব কেন বলতে কবির কেমন অবস্থা বুঝায়?
উত্তর–(গ) কাব্য বা গান রচনায় সক্রিয় না হওয়া।
শুধু “নীরব” হলে ক হতো।

১৯| বাংলাদেশের মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছেন এবং সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন।উদ্দীপকটির বক্তব্যে সাথে “সেই অস্ত্র” কবিতায় বর্ণিত কবিতায় কোনটি সাদৃশ্যপূর্ণ?
উত্তর–(ক) I)লক্ষ লক্ষ মানুষের পঙ্গু-বিকৃত হওয়া

২০| “আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক।” এ প্রত্যাশার প্রতিফলন “আঠারো বছর বয়স” কবিতার কোন চরণটিতে ঘটেছে?
উত্তর–(ঘ) এ দেশের বুকে আঠারো আসুক নেমে।

২১| “ফেব্রুয়ারি ৬৯” কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয়েছে?
উত্তর–(ঘ) শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ

২২| তাঁর পীঠে রক্তজবার মতো ক্ষতো ছিল” এ চরণটিতে কার পীঠের ক্ষতটিকে নির্দেশ করে?
উত্তর–(ক) কবির পূর্ব-পুরুষদের

২৩| নূরলদীনের কথা মনে পড়ে যায়” কবিতায় বর্ণনা করা হয়েছে
উত্তর–(ক) একজন সংগ্রামী মানুষের জীবন

২৪| “আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও” এখানে কবি কোন অস্ত্রের কথা বলেছেন?
উত্তর–(ক) ভালোবাসা

২৫| ইস্ট-ইন্ডিয়া কোম্পানির কাশিমবাজার কুঠির প্রধান কে?
উত্তর–(খ) উইলিয়াম ওয়াটসন

২৬| জামিল সাহেব “রায়হানকে” রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন-পালন করেন। নিজের সন্তানের মতোই ভালোবাসতেন।কিন্তু জামিল সাহেব মারা যাওয়ার পর কুড়িয়ে পাওয়া ছেলে রায়হান সম্পত্তির লোভে জামিল সাহেবের ছেলেকে হত্যা করে?
উত্তর–(ক) মোহাম্মদি বেগ

২৭| “আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে”সিরাজের এই উক্তির কারণ কী?
উত্তর–(গ) প্রজা সাধারণের নিরাপত্তার বিধান করতে না পারা।

২৮| মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
উত্তর–(খ) গারো পাহাড়ে
মজিদের বাড়ি নোয়াখালীতে

২৯| ভেতরে ক্রোধের আগুন জ্বলছে বাইরে যত ঠাণ্ডা থাকুক না কেন?
উত্তর–(গ) মজিদের

৩০| “জনগণে যারা জোঁকসম শোষে, মহাজন তারে কয়”….উদ্দীপকে “লালসালু”উপন্যাসে মহাজনদের বৈশিষ্ট্য কী?
উত্তর–(ক) I) শোষক,ii)স্বার্থপর

সকল বোর্ডের সমাধান করার সাথে সাথে এখানে আপডেট করে দেওয়া হবে। Zero Education

HSC Bangla 1st Paper Question Solution 2019 Chittagong Board

(Set Kha)

১. ২৯ জুন

২. জনতা কে বিক্ষুব্ধ ও সাহসী করে তোলা

৩. রহিমা

৪. প্রতারণা, প্রভাব বিস্তার

৫. সহজ গতিময়তা

৬. সচ্ছলতা

৭. ঘটনার আকস্মিকতা

৮. সৃষ্টির অবশ্যম্ভাবী বিজয়

৯. সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম

১০. ১৮৬১

১১. মুর্শিদাবাদ

১২. দেশের জন্য সন্তানের মায়াত্যাগ

১৩. যে আছে মাটির কাছাকাছি

১৪. সর্বপ্রান্তস্পর্শী সমস্বর

১৫. মুক্তিকামী মানুষের জন্য বঙ্গবন্ধুর সফল নেতৃত্ব

১৬. মোহাম্মদী বেগ

১৭. কৃতঘ্ন, অর্থলোভী

১৮. কম্পাউন্ডারের

১৯. সুবিবেচক পিঁপড়া মানুষের মত স্বেচ্ছা ধ্বংসকারী নয়

২০. লক্ষ্মণ

২১. চাটাই

২২. উদ্দীপনা ও সাহসিকতার ভাব,চলার দুর্বার গতি

২৩. কমলাকান্ত

২৪. ক্ষুধিতের প্রতি সমবেদনা, অপরাধী কে সংশোধন এর চেষ্টা

২৫. মন্দির

২৬. শীতের

২৭. প্রিয়জন হারানোর বেদনা, ব্যক্তিজীবনের রিক্ততা

২৮. চট্টগ্রাম

২৯. আত্মিক

৩০. হলুদ

(বিঃদ্রঃ ২/১ টা ভুল থাকতে পারে সংশোধন করে নিও)

Courtesy: https://admissionwar.com/

Answer will be given after the examination. So, please wait.

সকল বোর্ডের সমাধান করার সাথে সাথে এখানে আপডেট করে দেওয়া হবে। Zero Education

HSC Bangla Question Solution 2018

বাংলা ১ম পত্রের সম্ভাব্য বহুনির্বাচনী প্রশ্নের সম্ভাব্য উত্তরমালা

১/ চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করে না?
সাধুরা
উদ্দীপকঃ আদিব ও শফিক দুই বন্ধু । আদিব অহংকারী, নির্জীব, পৌরুষশূন্য।
২/ উদ্দীপকে শফিক “অপরাজিতা” গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
হরিশ
৩/ কোন কারণে উদ্দীপকের আদিব ও অপরাজিতা গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ?
I. অহমিকায়
ii. নিঃস্পৃহতায়
iii. মেরুদন্ডহীনতায়
নিচের কোনটি সঠিক?
ii & iii
৪/ “গ্রামের ছেলে গ্রামে বাস করবে।” ‘আহবান’ গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতি/উপর –
ভালবাসা
৫/ “মহাজাগতিক কিউরেটর” গল্পে প্রাণের শুরু হয়েছে কোনটি থেকে?
ভাইরাস
৬/ স্বচক্ষে দেখেছ রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের। নিজেকে “দাস” বলার পেছনে মেঘনাদেব কোন মনোভাবটি ক্রিয়াশীল?
বিনয়

৭/ ‘লোক লোকান্তর’ কবিতায় “আহত কবির গান” পঙক্তিটিতে কবি আহত কেন?
প্রিয়জন হারানোর বেদনায়
উদ্দীপকঃ মামুন, মার্টিন ও শম্ভু তিন সহপাঠী। ঈদ উপলক্ষ্যে মার্টিন মামুনের বাড়িতে যেতে পারলেও শম্ভু যেতে পারে না।
৮/ “আমার পথ” প্রবন্ধ ও উদ্দীপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত থাকে?
ধর্মীয় গোঁড়ামি
৯/ উদ্দীপকে শম্ভুর সাথে “আমার পথ” প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র্য কীসে?
জীবন দর্শনে
১০/ কোন নদীর কাজল বুকের পলিতে গলিত হেম?
সুরমা

১১/ চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেয়া হয়ে ওঠে না কেন?
মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
উদ্দীপকঃ জাতীয় দলের খেলোয়াড় মুন্না তিন বছরের শিশুপুত্রকে হারিয়ে শোকে মুহ্যমান।
১২/ উদ্দীপকের মুন্না “তাহারেই পড়ে মনে” কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?
কবি
১৩/ উদ্দীপকে ও ‘তাহারেই পড়ে মনে’ কবিতা যুগপৎভাবে ফুটে উঠেছে –
গ) ii & iii
১৪/ ‘কেন হে পশুরাম, মগজে হানিছ শূল। ‘ কবি কেন এমন উক্তি করেছেন?
ধর্মগ্রন্থ হৃদয়ঙ্গম করতে ব্যর্থ হওয়ায়
১৫/ সিরাজউদ্দৌলা প্রজাসাধারণের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহিত কারণ, তিনি –
প্রজাদের সুখ-স্বাচ্ছন্দ্যের বিধান করতে পারেন নি
১৬/ ‘ঐকতান’ কবিতার কবি অক্ষয় উৎসাহে কি পড়েন?
ভ্রমণবৃত্তান্ত
১৭/ ‘লালসালু’ উপন্যাসে কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে?
ছমিরুদ্দিন
উদ্দীপকঃ ধ্বংস দেখে ভয় কেন তোর?
১৮/ “আঠারো বছর বয়স” কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে?
উদ্দাম
১৯/ নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়

২০/ নুসরত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লেখা?
তুঘরা
২১/ মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের জীবনের কোন দুটি জিনিশ উপলব্ধি করার পক্ষপাতী?
স্বার্থকতা ও সজীবতা
উদ্দীপকঃ বেচারার একটা বেশ দুঃখ ছিল।
২২/ উদ্দীপকের সৌদামিনীর স্বামীর মধ্যে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যমান?
মজিদের
২৩/ উদ্দীপকে এবং ‘লালসালু’ উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি বিদ্যমান?
পুরুষতান্ত্রিকতা
২৪/ “দারোগাবাবু” এসে বসে আছেন বাবুর সাথে। ” “মাসিপিসি” গল্পের এ বাক্যে প্রকাশ পায় –
I,ii & iii
২৫/ “বায়্যান্নর দিনগুলো” রচনার কথকের সত্তায় কী লক্ষ্য করা যায়?
দৃঢ়চেতা মনোভাব

২৬/ ‘ফেব্রয়ারি ১৯৬৯” কবিতায় লক্ষণীয় বিষয় –
I,ii & iii
২৭/ এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় ধানের গন্ধের মতো অস্ফুট কে?
লক্ষীপেঁচা
উদ্দীপকঃ কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে।
২৮/ উদ্দীপকের কালামের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন চরিত্রকে তুলে ধরা হয়?
মোহনলাল
২৯/ এরুপ তুলনার কারণ, উভয়েই-
I & iii
৩০/ সেই অস্ত্র’ কবিতায় কবির কাঙ্ক্ষিত অস্ত্র উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?
ফসলের মাঠ

Please note that, our answer is not always 100% correct. There may be some mistakes. So, don’t take it so seriously.

You can also contribute to this section. If you find any mistake, then please comment below to help us providing 100% correct answer.

Recommended: HSC Exam Routine 2019

Suggestion Question is an educational website. It publishes all the educational materials need for students. It offers you question solution of every public examination like PSC Question, JSC Question, SSC Question and HSC Question.

2 thoughts on “HSC Bangla 1st Paper Question Solution 2023 Today

Comments are closed.