Assignment

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান ডাউনলোড – দেখে নিন ক্লাস সিক্স এর কৃষি শিক্ষা প্রশ্নের উত্তর

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ও তার নির্ভুল সমাধান পেতে চাইলে এখনি আমাদের ওয়েবসাইটে প্রকাশিত ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান ডাউনলোড করুন।আমরা সর্বোচ্চ নির্ভুলভাবে ও মূল কৃষি শিক্ষা বই থেকে সকল প্রশ্নের উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া সমাধান পত্রে এড করেছি। সুতরাং আপনার এসাইনমেন্ট সমাধান প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে চাইলে আমাদের প্রস্তুতকৃত সমাধান পত্রের কোনো বিকল্প নেই।

কৃষি শিক্ষা বিষয়টি অনেক মজার একটা সাবজেক্ট,কৃষি বিষয়ক বিভিন্ন জ্ঞান অর্জন করা যায় কৃষি বই পড়লে। একটু সাজিয়ে গুছিয়ে লিখলেই ভালো মার্ক পাওয়া যায় এ সাবজেক্টে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পৌঁছে গেছে তবে অনলাইনে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও পাওয়া যাচ্ছে।

ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট সমাধান

আমাদের ওয়েবসাইটে সকল ক্লাসের সকল সাবজেক্টের অ্যাসাইনমেন্ট সমাধান পাওয়া যাবে এবং প্রতিটি সমাধান অত্যন্ত নির্ভুলভাবে করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে এসাইনমেন্ট সমাধান প্রক্রিয়াই এগিয়ে রাখতেই আমাদের এই নিরলস প্রচেষ্টা।

দেরী না করে এখনি ডাউনলোড করো আমাদের ওয়েবসাইটে দেওয়া সমাধান পত্রটি,আশা করি আমাদের এই এসাইনমেন্ট সমাধানপত্র প্রতিযোগিতায় তোমাকে এগিয়ে রাখতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।

১/ কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?

কৃষি বিষয়ক তথ্য পেতে যে উৎসের বিকল্প নেই

২/ বনায়ন কাকে বলে?

বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছলাগানো ,পরিচর্যা ও সংরক্ষণকে বলা হয় বনায়ন।

বনায়ন

৩/ নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লেখ।

পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম

  • উদ্যান ফসল- ১. লাউ, ২.শিম, ৩. ফুলকপি, ৪. টমেটো, ৫. আলু
  • মাঠ ফসল- ১. ধান, ২. গম, ৩. ভুট্টা, ৪. পাট, ৫. তুলা

পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম

৪/ নিচে কৃষি কাজ গুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো।

Back to top button
Close